প্রশ্ন : আসসালামু আলাইকুম মুহতারাম, আমার দুটো প্রশ্ন- ১। কুরআনের সূরা দ্বারা বিভিন্ন রোগের চিকিৎসা, অবাধ্য সন্তান বাধ্য করাসহ বিভিন্ন ধরণের সমস্যার জন্য এর(সূরা) উপর আমল বা তদবীর করা হয়, ইসলামে ইহা কতটুকু জায়েয আছে? ২। অনেক সময় আমরা গলা, হাত এবং কোমরে তাবীজ ব্যবহার করি, ইহা জায়েয আছে কি? জাযাকাল্লাহ্ বি খয়ির।

উত্তর :

ওয়া আলাইকুস সালাম
১। কুরআনের সূরা দ্বারা করা হলে কোন সমস্যা নেই।- সহীহ মুসলিম, হাদীস নং ৫৮৬২; সুনানে বাইহাকী, হাদীস নং ২০০৮১; রদ্দুল মুহতার ২/৩৬৩; তাকমিলাতু ফাতহিল মুলহিম ৪/৩১৭
২। হ্যাঁ, জায়েয যদি তার মধ্যে শিরকী কিছু লিখা না থাকে।–সুনানে আবূ দাউদ, হাদীস নং ৩৮৯৫; তাকমিলাতু ফাতহিল মুলহিম ৪/৩১৭

Loading