প্রশ্ন : আসসালামু আলাইকুম অনেক ইসলামিক স্কলারের বয়ানে বলতে শুনি যে প্রচলিত তাবলীগ জামাতে সময় দিতে নিষেধ করে এবং ইজতিমাতেও যেতে মানা করে। ইলিয়াসী তাবলীগের কর্ম পদ্ধতি এবং নিয়ম নীতীমালা সব স্বপ্নযোগে নাযিল হয়েছে। মালফূজাতে ইলিয়াস নামক উর্দু কিতাবের ৫১ নং পেজে এরকম কিছু বলা আছে। আরও অনেক নেগেটিভ কথা বলে। ঊনারা কেন বলে? আমার কাছে মনে হয় যারা তাবলীগ জামাতের বিরোধীতা করে তারা হকপন্থী আলেম না। আমার ধারনা কি ঠিক? একজন আলেম হকপন্থী কিনা তা জানার কি উপায়? আমার অজ্ঞতা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আপনার কাছে এ ব্যাপারে সুচিন্তিত মতামত চাই।
উত্তর :ওয়া আলাইকুমুস সালাম
দাওয়াত ও তাবলীগের মেহনত সম্পূর্ণ সহীহ একটি মেহনত। এ ব্যাপারে সমস্ত হক্কানী উলামায়ে কেরাম একমত। যারা এতে সময় দিতে এবং সহযোগীতা করতে নিষেধ করেন তাদের কথা ঠিক নয়।
হক্কানী উলামায়ে কেরামের বেশ কিছু আলামত রয়েছে। যেমন-
১। আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের অনুসারী হবে।
২। প্রত্যেকটি কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাত অনুযায়ী করবে।
৩। তাদের মধ্যে আখেরাতের চিন্তা প্রবল হবে।
৪। দিলের মধ্যে তাকওয়া তথা আল্লাহ্ তাআলার ভয় থাকবে ইত্যাদি।