প্রশ্ন : আসসালামু আলাইকুম ১। হায়েয বা নেফাস চলাকালীন সময়ে মহিলারা কি হাদীসের কিতাব যেমন মুন্তাখাব হাদীস/ ফাযায়েলে আমাল বা এমন কোনো ইসলামিক কিতাব পড়তে পারবে যেখানে কুরআনের আয়াত বা হাদিস আরবীতে/অনুবাদ লেখা আছে? ২। মুখস্ত আছে এমন কুরআনের আয়াত তিলাওয়াত করতে পারবে? বিসমিল্লাহির রহমানির রহীম – এটিও তো কুরআনের আয়াত, যেকোনো কাজের সময় পড়তে পারবে কি?
উত্তর :ওয়া আলাইকুমুস সালাম
১। কুরআন শরীফ ছাড়া অন্য যে কোন কিতাব পড়তে ও স্পর্শ করতে পারবে। তবে সেখানে কুরআনের কোন আয়াত লিখা থাকলে ঐ অংশটুকু স্পর্শ ও তিলাওয়াত করবে না।–সুনানে তিরমিজী, হাদীস নং ১৩১; ফাতাওয়া হিন্দিয়া ১/৩৮
২। না, কুরআনের কোন আয়াত এমতাবস্থায় তিলাওয়াত করা জায়েয নেই। তবে দুআ সম্বলিত কোন আয়াত দুআর নিয়তে পড়তে পারবে তিলাওয়াতের উদ্দেশ্যে নয়। অনুরূপভাবে বিসমিল্লাহ্ও কোন কাজ শুরুর পূর্বে দুআ বা জিকিরের নিয়তে পড়তে পারবে।- আদ্দুররুল মুখতার ১/১৭২;