প্রশ্ন : আতশবাজি পটকা বানানো এবং তা ক্রয় বিক্রয় কি জায়েয?
উত্তর :না, তা বানানো, ক্রয়, বিক্রয় সবই নাজায়েয ও হারাম। এর অন্যতম খারাবী হল-
১। এর দ্বারা অসুস্থ, ঘুমন্ত, বৃদ্ধ, কোন কাজে ব্যস্ত ছোট ও বড় অনেকের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয় এবং তাদের কাজে বিঘ্ন ঘটে।
২। বিনা ফায়দায় মাল অপব্যয় হয় যা থেকে আল্লাহ্ তাআলা নিষেধ করেছেন।–সূরা ইসরা, আয়াত ২৭
৩। এর দ্বারা শারীরিক ক্ষতি, অঙ্গহানি ও পুড়ে যাওয়ার আশঙ্কা থাকে।