প্রশ্ন : আসসালামু আলাইকুম, আংটি পড়া কি সুন্নাত ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কোন হাতে এবং কোন কোন অাঙ্গুলে আংটি পড়তেন ? এবং আংটি টি কোন পদার্থের ছিলো ?

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম
পুরুষদের জন্য সর্বোচ্চ এক সিকি পরিমান (৩.৮০ গ্রাম) রূপার আংটি ব্যবহার করা জায়েয। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রূপার আংটি ব্যবহার করতেন। আর সাধারণত ডান হাতের কনিষ্ঠা আঙ্গুলে পরিধান করতেন। তবে কখনও বাম হাতের কনিষ্ঠা আঙ্গুলেও পরিধান করেছেন।–শামায়েলে তিরমিজী, হাদীস নং ৮৮,৯৬; রদ্দুল মুহতার ৬/৩৫৮-৩৬১

Loading