প্রশ্ন : কত টাকা,ব্যাংক জমা বা সম্পদ থাকলে হজ্জ ফরজ হবে?
উত্তর :নিত্য প্রয়োজনীয় জিনিসের অতিরিক্ত এ পরিমান সম্পদ যদি কারো থাকে যে, সে এর দ্বারা মধ্যম মানের যানবাহন ও থাকা খাওয়ার ব্যয় নির্বাহ করতঃ মক্কা মুকাররামা গিয়ে হজ্জ কার্য সম্পাদন করে ফিরে আসতে পারবে এবং তার পরিবারের অবস্থা অনুযায়ী মধ্যম মানের ভরন পোষণের খরচও দিয়ে যেতে পারবে তবে তার উপর হজ্জ ফরজ হবে।– রদ্দুল মুহতার ২/৪৫৯-৪৬৩।