প্রশ্ন : আসসালামু আলাইকুম। আমার একটি প্রশ্ন: পৃথিবীর কিছু ধনি কিন্তু অমুসলিম রাষ্ট্রে ( খ্রিষ্টান / ইয়াহুদি দ্বারা শাসিত) অনেক মুসলিম উন্নত জীবনের আশায় বসবাস করছেন এবং নাগরিকত্ব পেয়েছেন। যার কারণে তারা প্রতি মাসে ওই অমুসলিম রাষ্ট্রের কাছ থেকে ভাতা পাচ্ছেন, আমার প্রশ্ন এই প্রাপ্ত ভাতা কি মুসলিমদের খাওয়া জায়েয?

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম

হ্যাঁ, জায়েয।– মুসনাদে আহমাদ, হাদীস নং ৭৪৭; মাজমাউল আনহুর ৫/৩৭৮(শামেলা)।

Loading