প্রশ্ন : আসসালামু আ’লাইকুম। হযরত, আমার বিয়ের কাবিনের সময় স্বর্ণের গহনা দিয়ে দেন মোহর টুকু পরিশোধ হয়েছে ভেবে আমার বিবির সাথে সংসার শুরু। করি কিন্তু পরবর্তীতে গহনাগুলোর সর্বোমোট মূল্য জানার পর খেয়াল হলো গহনার মূল্য দেনমোহরের পরিমাণ থেকে কম। কিন্তু বিয়ের পর পর আমি আমার বিবির জন্য একটি ব্যাংকে এমনিতেই দীর্ঘ সময়ের জন্য DPS করে দিই। DPS চালু হওয়ার প্রায় দুই বছর পর আমার সেটা খেয়ালে আসে। এখন দেনমোহরের যে পরিমাণটুকু বাকী রয়েছে সেটা কি আমি সেই দুই বছরের DPS দিয়ে সমন্বয় করতে পারবো? উত্তরটির জন্য অপেক্ষারত আছি।
উত্তর :ওয়া আলাইকুমুস সালাম
যদি উক্ত DPS একাউন্ট আপনি নিজে করে থাকেন(যদিও নাম আপনার স্ত্রীর দিয়ে থাকেন)এবং টাকাও আপনি নিজে জমা করে থাকেন তবে DPS এর মূল টাকা থেকে তা আপনি সমন্বয় করতে পারবেন।আর প্রাপ্ত সূদের টাকা তো সদকাহ করা ওয়াজিব।
আর যদি এমন হয় যে, DPS একাউন্ট আপনার স্ত্রীই করেছেন এবং টাকাও আপনি তাকে বুঝিয়ে দেন অতঃপর সে তা ব্যাংকে জমা করে তবে বিগত প্রদেয় টাকা থেকে আপনি মহর সমন্বয় করতে পারবেন না।সামনে যে টাকা দিবেন তা থেকে সমন্বয় করতে পারেন।-আল বাহরুর রায়েক ১৩/১৪০; ১৪/৪৩৭; রদ্দুল মুহতার ৫/৬৯০।
উল্লেখ্য যে,প্রচলিত ধারার ব্যাংকগুলোতে DPS করা নাজায়েয।–সহীহুল বুখারী, হাদীস নং ৫৯৬২; সহীহ মুসলিম, হাদীস নং ৪১৭৬।