প্রশ্ন : ক) তাহিয়্যাতুল মাসজিদ কতটুকু গুরুত্বপূর্ণ বিস্তারিত জানতে চাই।খ) তাহিয়্যাতুল মাসজিদ কি জুম’আর খুতবা চলাকালীন সময় পড়া যাবে?গ) একজন জানালেন যে, নামাজের নিষিদ্ধ সময় এটা আদায় করা যায়। কথাটা কি ঠিক?
উত্তর :(ক) এটি একটি ঐচ্ছিক নফল আমল।
(খ) না, পড়া যাবে না।–সহীহুল বুখারী, হাদীস নং ৯৩৩; মুসনাদে আহমাদ, হাদীস নং ২০৭২১।
(গ) না, কথাটা ঠিক নয়।– সুনানে ইবনে মাজাহ, হাদীস নং ১৫১৯; মুসনাদে আহমাদ, হাদীস নং ১৭৩৭৭।