প্রশ্ন : নিসাবের অতিরিক্ত মালের যাকাত হবে কি? হলে কী হিসেবে?
উত্তর :নেসাবসহ অতিরিক্ত মাল তথা পূরো সম্পদের উপর যাকাত ফরজ। শতকরা আড়াই টাকা হারে।– মাজমাউল আনহুর ১/২০৭; তাবয়ীনুল হাকায়েক ২/৬২; রদ্দুল মুহতার ২/৩০০।
নেসাবসহ অতিরিক্ত মাল তথা পূরো সম্পদের উপর যাকাত ফরজ। শতকরা আড়াই টাকা হারে।– মাজমাউল আনহুর ১/২০৭; তাবয়ীনুল হাকায়েক ২/৬২; রদ্দুল মুহতার ২/৩০০।
কপিরাইট © ২০২৪, মুফতী আবুল হুসাইন। সর্বস্বত্ব সংরক্ষিত।