প্রশ্ন : আমার বিয়ের পর দেখতে পেলাম – কাবিন নামার ১৮ নং ঘরে “স্ত্রীকে তালাক প্রদানের (তালাক-ই- তৌফিজের) ক্ষমতা দেয়া হয়েছে কি না” সেই ঘরে হা দেওয়া আছে। কিন্তু সেই বিষয়ে আমি কিছুই জানি না। কাজী সাহেব আমাকে এই বিষয়ে কিছুই জানান নাই। কেন কাজী সাহেব এই কাজটি করলেন? এখন আমার স্ত্রী তো আমাকে বলে আমি তাকে তালাক প্রদানের (তালাক-ই- তৌফিজের) ক্ষমতা দিয়েছি। কিন্তু তা আমি নিজেই জানি না । আমার স্ত্রী কি আমাকে তালাক দিতে পারবে কি না? দয়া করে জানাবেন।
উত্তর :হ্যাঁ, সেখানে কোন শর্ত দেওয়া থাকলে উক্ত শর্তসাপেক্ষে আপনার স্ত্রী নিজের নফসের উপর তালাক গ্রহন করতে পারে। আর শর্ত না দেওয়া থাকলে যে কোন সময় তালাক গ্রহন করতে পারবে।
উল্লেখ্য যে, স্ত্রী কখনও স্বামীকে তালাক দিতে পারে না। বরং তাফবীজের ক্ষমতাবলে নিজের উপর তালাক গ্রহন করতে পারে।– ফাতাওয়া হিন্দিয়া ১/৪০২; আল বাহরুর রায়েক ৩/৫৭২।