প্রশ্ন : আমার বোনের স্বামী তাকে মৌখিক ভাবে ৩ তালাক দিয়েছে। এখন হিল্লার মাধ্যমে নিতে চায়। যদি হিল্লা হয় তাহলে এই স্বামীর সাথে শারীরিক সম্পর্ক না হলে হিল্লা হবে কি?

উত্তর :

না, শারীরিক সম্পর্ক ছাড়া হালালাহ সহীহ হবে না।

উল্লেখ্য যে, শরয়ী হালালার সূরত হল, আপনার বোনকে কোন পুরুষ নিঃশর্তভাবে বিবাহ করবে। অতঃপর তাদের মাঝে শারীরিক মিলন হবার পর সে স্বেচ্ছায় তাকে তালাক দিলে তার(আপনার বোনের) ইদ্দত পার হবার পর পুনরায় প্রথম স্বামীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে।চুক্তি করে তালাকের শর্তে বিবাহ করা নাজায়েয ও লানতের কাজ।–সূরা বাকারাহ, আয়াত ২৩০; সুনানে আবূ দাউদ, হাদীস নং ২০৭৮।

Loading