প্রশ্ন : ব্যাবসার উদ্দেশ্যে ক্রয়কৃত জমির মালিককে বায়না বাবদ কিছু টাকা দেওয়া হয়েছে। মালিক জমির কাগজপত্র হস্তান্তর না করায় ক্রেতা মালিককে জমির পুরো টাকা পরিশোধ করেনি। তবে মালিকের পক্ষ থেকে কাগজপত্র প্রদানের আশ্বাস রয়েছে। এমতাবস্থায় এই বায়নাকৃত জমির ওপর যাকাত আসবে কি?

উত্তর :

আপনার প্রশ্নের উত্তরের জন্য নিম্নোক্ত বিষয় জানা প্রয়োজন। এর উত্তর দিলেই মূল উত্তর দেওয়া হবে ইংশাআল্লাহ।

উক্ত জমি কি উদ্দেশ্যে কিনা হয়েছে? দাম বাড়লে খোদ জমিটিই বিক্রি করা হবে নাকি উক্ত জমির উপর অন্য কোন ব্যবসা করা হবে?

Loading