প্রশ্ন : নেছাব পরিমাণ সম্পদ না থাকলে, জমাকৃত টাকা 1বছর এর বেশি সময় ধরে অব্যবহিত আছে এর বিধান কি?
উত্তর :নেসাব পরিমান সম্পদ না থাকলে যাকাত ফরজ হয় না।- মাজমাউল আনহুর ১/২০৭।
নেসাব পরিমান সম্পদ না থাকলে যাকাত ফরজ হয় না।- মাজমাউল আনহুর ১/২০৭।
কপিরাইট © ২০২৪, মুফতী আবুল হুসাইন। সর্বস্বত্ব সংরক্ষিত।