প্রশ্ন : আসসালামু আলাইকুম হযরত আমার প্রশ্ন গুলো হলোঃ ১। লাল পোশাক/পাঞ্জাবী পড়া কি হারাম?নামায হবে না? ২। যেই পোশাক পড়া হারাম যদি হয় তা অন্যকে দেওয়া যাবে?মুসলমান হলে?না হয় কি করা? পোড়া দেওয়া কি? ৩। এক নিশ্বাসে এক তাসবীহ এটা কি জিকিরের উত্তম পদ্ধতি?অনেকে এক নিশ্বাসে অনেক গুলো বলে তা কি ঠিক?

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম

১।পুরুষের জন্য নিরেট লাল রঙের কাপড় পরিধান করা মাকরূহ। তবে লালের সাথে অন্য কোন রঙ মিশ্রিত হলে তা ব্যাবহার করতে অসুবিধা নেই।আর মহিলাদের জন্য নিরেট লাল রঙের কাপড় ব্যাবহারে কোন সমস্যা নেই।-আদ্দুররুল মুখতার ৬/৩৫৮; আল বাহরুর রায়েক ৮/১৯০; ইমদাদুল ফাতাওয়া ৪/১২৫।

২। হ্যাঁ দেওয়া যায়। কেননা কাপড় পরিধান করা ছাড়াও বিভিন্ন কাজে লাগানো যায়। নিজেও অন্য কাজে লাগাতে পারেন। লাল রঙের হলে মহিলাদের কাজে লাগানো যেতে পারে বা কোন অমুসলিমকে দেওয়া যেতে পারে।–সহীহুল বুখারী, হাদীস নং ৮৮৬; সহীহ মুসলিম, হাদীস নং ৫৫২২।

৩। যেভাবে সুবিধা বলা যায়।-সহীহুল বুখারী, হাদীস নং ৬১২৫; সহীহ মুসলিম, হাদীস নং ৪৬২২।

Loading