প্রশ্ন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ একান্নভুক্ত পরিবারের মধ্যে একাধিক সদস্যের উপর কুরবানী ওয়াজিব হলে তাদের মধ্য থেকে যে কেউ একজন কুরবানী দিলে সকলের কুরবানী আদায় হয়ে যাবে কিনা?
উত্তর :ওয়া আলাইকুমুস সালাম ওয়া রহমাতুল্লাহ
না, নেসাবের অধিকারী প্রত্যেক সদস্যকে আলাদাভাবে কুরবানী করতে হবে। শরীআত প্রত্যেক প্রাপ্ত বয়স্কের জন্য আলাদা মালিকানা সাব্যস্ত ও বিবেচনা করে। নামায, রোযা যেমন প্রত্যেক প্রাপ্ত বয়স্কের উপর ফরজ হয় তেমনিভাবে অর্থনৈতিক ইবাদাতসমূহও (যেমন হজ, যাকাত, কুরবানী ইত্যাদি) প্রত্যেক প্রাপ্ত বয়স্কের উপর আলাদাভাবে ফরজ হয়। তবে কোন সদস্য অন্য সদস্যের অনুমতি নিয়ে কুরবানী দিলে আদায় হয়ে যাবে।–ফাতাওয়া হিন্দিয়া ৫/২৯২; খুলাসাতুল ফাতাওয়া ৪/৩০৯; আল বাহরুর রায়েক ৮/৩১৮