প্রশ্ন : কাউকে টাকা ধার দিলে সেই টাকা ঐ ব্যক্তি দিতে অক্ষম হলে সেই টাকা তাকে যাকাত হিসেবে দেওয়া যাবে কি?

উত্তর :

শুরুতেই যদি কেউ কোন গরীবকে ধারের নামে (অন্তরে যাকাতের নিয়ত রেখে) যাকাত প্রদান করে তবে তা যাকাত হিসেবে আদায় হয়ে যাবে। কিন্তু কাউকে ঋণ প্রদান করে অতঃপর উক্ত ঋণকে যাকাত বাবদ কেটে নিলে যাকাত আদায় হবে না।বরং এক্ষেত্রে প্রথমে তাকে যাকাত দিয়ে অতঃপর তার থেকে পাউনা উসূল করে নিবে।-আদ্দুররুল মুখতার ৬/৭৩৩; আল-বাহরুর রায়েক ২/৩৭০।

Loading