প্রশ্ন : রাত ১২.০০মিঃ পর কি তাহাজ্জুদ নামায পড়া যায়?এ নামাযের নিয়ত কি(বাংলায়)?

উত্তর :

হ্যাঁ, পড়া যায়। তবে রাতের শেষ তৃতীয়াংশে পড়া উত্তম। নিয়ত যে কোন ভাষায় করা যায়। বিশেষভাবে সাধারণ মানুষের জন্য আরবীর চেয়ে বাংলাতেই নিয়ত করা উত্তম। এতে ভুলের সম্ভাবনা কম থাকে। তবে আরবী ভালোভাবে পারলে আরবীতেও করতে পারেন।

উল্লেখ্য যে, নিয়তের সম্পর্ক অন্তরের সাথে। মুখে কিছু উচ্চারণ না করে শুধু অন্তরে খেয়াল করার দ্বারাই নিয়ত হয়ে যায়।তবে মুখে উচ্চারণ করা উত্তম।–আল মুজামুল কাবীর, হাদীস নং ৭৮৭;রদ্দুল মুহতার ১/৬৪০;  মারাকিল ফালাহ ২১৩; ফাতাওয়া রহীমিয়া ৫/২২৭; ফাতাওয়া দারুল উলূম দেওবন্দ ৪/২২৭।

Loading