প্রশ্ন : কোন্ কোন্ কাজ ব্যভিচার বলে গণ্য হয়?

উত্তর :

নিজ স্ত্রী ব্যতীত অন্য কোন মহিলার সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করাকে মূলত যিনা বা ব্যভিচার বলে। এছাড়াও হাদীস শরীফে কোন গাইরে মাহরাম মহিলার দিকে তাকানোকে চোখের যিনা, তাকে স্পর্শ করাকে হাতের যিনা, তার প্রতি অগ্রসর হওয়াকে পায়ের যিনা, চুম্বন করাকে ঠোঁটের যিনা এবং কথা বলাকে জিহ্বার যিনা বলে অভিহিত করা হয়েছে।– সহীহুল বুখারী, হাদীস নং ৬২৪৩; শুআবুল ঈমান, হাদীস নং ৭০৬০।

فَزِنَا الْعَيْنَيْنِ النَّظَرُ وَزِنَا الْيَدَيْنِ الْبَطْشُ وَزِنَا الرِّجْلَيْنِ الْمَشْيُ وَزِنَا الْفَمِ الْقُبَلُ

অর্থঃ দুই চোখের যিনা হল (কোন গাইরে মাহরাম মহিলার দিকে) তাকানো,  দুই হাতের যিনা হল স্পর্শ করা, দুই পায়ের যিনা হল (তাকে উদ্দেশ্য করে) হাঁটা এবং ঠোঁটের যিনা হল চুম্বন করা। -মুসনাদে আহমাদ, হাদীস নং ১০৯২০।

Loading