প্রশ্ন : যাকাত সম্পর্কিত প্রশ্ন, ১.বর্তমান সময়ে ঠিক কত টাকা হলে যাকাত ফরজ?২.আমি প্রতি মাসে ২৫০০০ টাকা ব্যাংকে জমা রাখি এখন বছর শেসে ৩০০০০০ টাকা দ্বারাবে, এখন কিভাবে যাকাত দিব?

উত্তর :

১।বর্তমানে ৪২০০০ হাজার টাকার সমপরিমান প্রয়োজনতিরিক্ত যাকাতযোগ্য সম্পদ থাকলে এবং তার উপর এক বছর অতিক্রান্ত হলে যাকাত ফরজ হবে।

২।আপনি যেদিন থেকে নেসাবের (বর্তমানে যা ৪২০০০ টাকা) মালিক হবেন তার ঠিক (চান্দ্র মাস অনুযায়ী) এক বছর পর আপনার নিকট ঋণ বাদে (যদি তা থেকে থাকে) যে পরিমান যাকাতযোগ্য সম্পদ থাকবে তার উপর শতকরা আড়াই টাকা হারে যাকাত প্রদান করবেন।এ ব্যাপারে বিস্তারিত জানতে নিম্নোক্ত লিংক ভিজিট করতে পারেন। http://muftihusain.com/article/%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BE%E0%A6%A4-%E0%A6%B8%E0%A6%82%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4-%E0%A6%9C%E0%A6%B0%E0%A7%81%E0%A6%B0%E0%A7%80-%E0%A6%AE%E0%A6%BE/

Loading