প্রশ্ন : আসসালামু আলাইকুম, হযরত চরমোনাই পীর কি হক? চরমোনাই পীর সাহেবের কি মুরীদ হওয়া যাবে? তাদের দেওয়া সবক কি পালন করা যাবে? উত্তর : ওয়া আলাইকুমুস সালাম হ্যাঁ, হক্কানী উলামায়ে কেরাম তাদেরকে হক-ই মনে করেন। তাদের সাথে সম্পর্ক রাখা যাবে। এবার আপনার কাছে আমার প্রশ্ন হলো- চরমোনাইর পীর সাহেবের লেখা “ভেদে মারেফাত” এবং “আশেক মাসুক” নামে দুইটি বই আছে, যা অধিকাংশই শিরক যুক্ত কথা লেখা হয়েছে । তাহলে কোন হক্কানী পীর কি শিরক যুক্ত কথা লিখতে পারে ? তাহলে চরমোনাইর পীর হক্কানী পীর হয় কিভাবে ? আশা করি বই দুটি আপনি পড়ে দেখবেন।

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম,
মেহেরবানী করে মাফ করবেন। আপ্নাত উত্তরটি দিতে বেশ দেরি হয়ে গেল? আসলে আপনার প্রশ্নটি আমার চোখের আড়ালে পড়ে গিয়েছিল। আপনি আমার নিকট কিতাবদুটি পাঠিয়েছেন। শুকরিয়া। এখন আপনার নিকট আবেদন হল উক্ত কিতাব দুটির দুই একটি শিরক যুক্ত কথা আমার নিকট লিখে পাঠান। যা পর্যালোচনা করে আমি দ্রুত উত্তর দিয়ে দিব ইংশাআল্লাহ।

Loading