প্রশ্ন : আসসালামু আলাইকুম, মোবাইলে বিকাশ / DBBL মোবাইল ব্যাংকিং একাউন্ট চালানো বৈধ কিনা জানতে চাই। দয়া করে বিস্তারিত জানাবেন।

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম

এমনিতে বিকাশ বা ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং এর একাউন্ট খোলা বা পরিচালনা করাতে তেমন কোন সমস্যা নেই। তবে বিকাশ ও ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং কর্তৃপক্ষ বর্তমানে নির্দিষ্ট কিছু শর্তসাপেক্ষে জমানো টাকার উপর সূদ দিয়ে থাকে। যদি কেউ এই সূদের উদ্দেশ্যে একাউন্ট খোলে তবে তা নাজায়েয ও হারাম। তবে বিকাশের ক্ষেত্রে ১৬২৪৭ এ কল করে এবং ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং এর ক্ষেত্রে তাদের অফিসে যোগাযোগ করে সূদ গ্রহন বন্ধ করা যায়। কাজেই কেউ যদি বিকাশ বা ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং এর একাউন্ট খুলতে চায় তবে তাকে অবশ্যই সূদ গ্রহন বন্ধের পক্রিয়া অবলম্বন করতে হবে।–সূরা বাকারাহ, আয়াত ২৭৫; সহীহু মুসলিম, হাদীস নং ৪১৭৬।

Loading