প্রশ্ন : যদি শরীর পাক থাকে এবং কাপড়ও পাক থাকে কিন্তু শুধুমাত্র অজু না থাকে তবে শরীরের পরিধেয় কাপড় দিয়ে কুরআন শরীফ ধরা যাবে কি?-নাম প্রকাশে অনিচ্ছুক, মিরপুর, ঢাকা

উত্তর :

না, বিনা উযূতে নিজের পরিহিত কাপড়ের কোন অংশ দ্বারা কুরআন শরীফ স্পর্শ করা জায়েয নয়। কেননা যখন কোন কাপড় পরিধান করা হয় তখন তা শরীরের অনুগামী হিসেবে গণ্য হয়।–তাবয়ীনুল হাকায়েক ১/২৭৫;আন-নাহরুল ফায়েক ১/১৩৪; রদ্দুল মুহতার ১/৩১৫,৩১৬(যাকারিয়া)

Loading