প্রশ্ন : বিবাহের পূর্বেতিন তালাকেরবিধান ।যদি কেউ বলেবিবাহের পূর্বে”আমি যদি বিয়েকরি , তাহলে তিনতালাক ।”প্রশ্নঃ ১ সে বিয়েকরলেই কি তালাকহয়ে যাবে ?প্রশ্নঃ ২ সে এখন বউনিয়ে আছে এখন সে কি করবে ?প্রশ্নঃ ৩ শাফীঈমাযহাবে নাকিবিবাহের পূর্বে কোনতালাক নেই । তাই সে কি শাফীঈ মাযহাব গ্রহণ করতে পারবে ?অনুগ্রহপুর্বকবিস্তারিত জানালেখুব উপকৃত হবো ।
উত্তর :১। হাঁ,সে বিবাহ করলেই তিন তালাক হয়ে যাবে। তবে এটা শুধুমাত্র প্রথমবার বিবাহের ক্ষেত্রে প্রযোজ্য হবে।অর্থাৎ প্রথমবার বিবাহের পর উক্ত হলফ অনুযায়ী তার স্ত্রীর উপর তিন তালাক পতিত হয়ে উক্ত হলফ শেষ হয়ে যাবে। অতঃপর সে অন্যএ বিবাহ করলে উক্ত হলফের দরুন আর তালাক পতিত হবে না। (মুআত্তা মালেক,হাদীস নং ২১৭১;মুসান্নাফে আব্দুর রাজ্জাক,হাদীস নং ১১৪৭৫;আদ্দুররুল মুখতার,৪/৫৯৪ যাকারিয়া)
২। যদি সে উক্ত কথা বলার পর বিবাহ করে থাকে তবে তার স্ত্রীর উপর তিন তালাক পতিত হয়ে তার জন্য সম্পূর্ন হারাম হয়ে গিয়েছে। এমতাবস্থায় তাদের ঘর-সংসার করা নাজায়েয ও হারাম। তবে এখন কাউকে বিবাহ করলে উক্ত কথার জন্য আর তালাক পতিত হবে না। আর যদি উক্ত কথার পর বিবাহ না করে থাকে তবে আপনার জানার বিষয় স্পষ্ট করে লিখে পুনরায় পশ্ন করুন। (মুআত্তা মুহাম্মাদ,হাদীস নং ৫৬৩;ফাতাওয়া হিন্দিয়া ১/৪১৮-৪১৯ রশীদিয়া; মাজমাউল আনহুর ১/৪১৮-৪১৯ বাইরূত)
৩। না,এমনটি করা যাবে না। (ইলাউস সুনান ১১/১৯২-১৯৪)