প্রশ্ন : আসসালামু আলাইকুম, আমাকে প্লিজ একটু সাহায্য করুন, খুব দ্বিধায় আছি। খুব অল্প বয়সে একটা ভুল করেছিলাম,বন্ধু-বান্ধবের প্ররোচনায় এবং এতে আমার নিজেরও ভুল ছিলো।আমি পরিবারকে না জানিয়ে আমারই সাথে পড়তো এক ছেলেকে বিয়ে করে ফেলি,তার চরিত্রগত বহু সমস্যা ছিলো। আমি চেয়েছিলাম সম্পর্কে না জড়িয়ে বিয়ে করে ফেলি এবং নিজেদের পড়াশোনা শেষ করে পরিবারকে বিষয়টি জানাবো। কিন্তু,বিয়ের ১ সপ্তাহ না যেতেই আমি ছেলেটার আসল উদ্দেশ্যেটা বুঝতে পারি।সে আমাকে নয়,শুধু শারীরিক সম্পর্কের জন্যই বিয়েটা করে।প্রমাণ যথেষ্ট ছিলো আমার কাছে, তবে সে তা অস্বীকার করে। এরপর ফেসবুকে,ফোনে সে অনেক মেয়ের সঙ্গে সম্পর্কে জড়িত ছিলো এ নিয়ে বহু হতাশায় ছিলাম। বন্ধু-বান্ধবের কথায় আমি তাকে বহু সুযোগ দি কিন্তু সে ঠিক হয় নি বরং যা করতো সেসব আমি কিভাবে যেনো জেনে যেতাম। তার সাথে আমার এ মনোমালিন্যতায় আমি কখনও তাকে আমায় স্পর্শ করতে দি নি।যেহেতু বিয়ে করে আমরা যে যার বাসায় ছিলাম তাই তেমন কোনো সম্পর্ক আমাদের মধ্যে তৈরি হয় নি। ছেলেটার কাছে প্রতারিত হওয়ার পরে আমি ভীষণ ডিপ্রেশনে ভুগছিলাম এবং আমার বন্ধু-বান্ধবদের বলেছিলাম আমার ডিভোর্সের ব্যবস্থা করতে তখনই সে আমাদের বিষয়টা খুবই বাজে ভাবে আমার পরিবারকে জানায় এবং আমাকে হেয় করে,মারতেও আসে। পরবর্তীতে,পরিবার আমার অবস্থা দেখে আমাকে জিজ্ঞাসা করে আমি কি চাই, সে অনুসারে আমি ডিভোর্স দিতে চাই এবং যার কাছে আমাদের বিয়ে হয় তার মাধ্যমেই আমি ডিভোর্স দিয়ে আসি কিন্তু সে তখন ছিলো না কারণ সে আমাকে ছাড়তে রাজি হয় নি।তবে,ডিভোর্সের কাগজপত্র সব ঐ ছেলেকে পাঠানো হয়েছে। আজ ৬ বছর হয়ে গেছে এবং ঐ ছেলেও বিয়ে করে নিয়েছে। এখন আমি জানতে চাচ্ছিলাম যে,আমার ডিভোর্স টা হয়েছে কি না? প্লিজ,আমাকে সঠিক পরামর্শ দেন।তবে,যিনি ডিভোর্স করিয়েছেন তিনি বললেন ডিভোর্স হয়েছে,ছেলের উপস্থিতি বা সাইন লাগবে না।বিয়ের ৬ মাসের মাথায় ডিভোর্সটা দি এবং ৬ মাস গড়িয়েছে শুধু ঝামেলায়।আমি নতুন একটা জীবন শুরু করতে চাচ্ছি,বিয়ে করতে চাচ্ছি,আল্লাহর রহমতে নিজেকে শুধরে নেওয়ার চেষ্টা করছি। আমি চাচ্ছি, আমার নতুন জীবনে সে কালো অতীতটা যাতে আর না আসে।

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম
আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য কয়েকটি বিষয় জানা প্রয়োজন।
১। আপনাদের বিবাহ কি দুজন সাক্ষীর উপস্থিতিতে হয়েছিল?
২। বিবাহের কাবিন করা হয়েছিল? হয়ে থাকলে তা পাঠিয়ে দিন। (মেইল ahzoti@gmail.com)
৩। ডিভোর্স লেটার পাঠিয়ে দিন।
এগুলো জানানোর পরেই আপনার উত্তর দেওয়া সম্ভব হবে।

Loading