প্রশ্ন : আসসালামু আলাইকুম আমরা স্বামী স্ত্রী গত ২৯ অক্টোবর কোর্টে তালাক নেই আমি আমার স্বামীর থেকে আলাদা হইতে চচ্ছিলাম না কিন্তু সে আলাদা হইতে চায় তাই তালাক নেওয়া হয়। আমাদের আইন অনুযায়ী তালাক হয় আর ওই খানে খোলা তালাকেরও উল্লেখ ছিল। আমার স্বামী আমাকে মুখে তালাক বলেন নি। এখন আমার প্রশ্ন হলো তিন তালাক কি হয়ে গেছে? ওনার কাছে কি ফিরার কোনো উপায় নাই? উনি কি আমার জন্য হারাম হয়ে গেছেন?
উত্তর :ওয়া আলাইকুমুস সালাম
আপনার প্রশ্নের উত্তর দেয়ার জন্য কোর্টের কাগজগুলো দেখা প্রয়োজন। আপনি আমার নিকট তালাকের পেপারগুলো মেইল করলে (ahzoti@gmail.com) এর পরেই উত্তর দেওয়া সম্ভব হবে।