প্রশ্ন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইতিপূর্বে ব্যাংক একাউন্ট নিয়ে প্রশ্ন করেছিলাম উত্তরও পেয়েছি। জানলাম যে সব ব্যাংকেই সেভিংস একাউন্ট খুললে সুদ আসে। কারেন্ট একাউন্ট অনেক চেষ্টা করেও খুলতে পারলাম না।আপনি বলেছিলেন বিকাশে ইন্টরেস্ট বন্ধ করে টাকা রাখা যাবে। কিন্তু বিকাশও প্রতারণা শুরু করেছে, ইন্টারেস্ট বন্ধ করার রিকোয়েস্ট দিয়েছি অনেক আগে, তারা ম্যাসেজ দিয়ে কনফার্ম করছেনা যে আপনার ইন্টারেস্ট বন্ধ হয়েছে, কয়েকবার ফোন দিয়েছি, তারা বলেছে যেহেতু রিকোয়েস্ট দিয়েছেন আপনার ইন্টারেস্ট আর চালু হবেনা।আমার প্রশ্ন হলো (১) এমতাবস্থায় আমার ইন্টারেস্ট বন্ধ হয়েছে কিনা? আমি কি টাকা রাখতে পারবো? (২) বিকাশ কর্তৃপক্ষ গ্রাহকের ব্যালেন্স দেখতে পায়, টাকা একটু বেশি হয়ে গেলেই প্রতারণা করে গ্রাহকের টাকা আত্মসাৎ করায় বেশিরভাগ বিকাশ কর্তৃপক্ষের লোকই জড়িত থাকে এক্ষেত্রে কিভাবে টাকা রাখবো? (৩) ইদানিং আর্থিক প্রতিষ্ঠানগুলো দেউলিয়া হওয়া/পালিয়ে যাওয়ার খবর শুনতে পাই, বিকাশ, রকেট, নগদ এগুলো এমন হওয়ার সম্ভবনা আছে কিনা?
উত্তর :ওয়া আলাইকুমুস সালাম ওয়া রহমাতুল্লাহ
১। হ্যাঁ, রিকোয়েস্ট করলেই তা বন্ধ হয়ে যায়। সেক্ষেত্রে রিকোয়েস্টের পর আপনি টাকা রাখতে পারেন। আর কারেন্ট একাউন্টের জন্য সোশ্যাল ইসলামী ব্যাংকে যোগাযোগ করতে পারেন।
২। নিজের তথ্য কাউকে সরবরাহ না করলে কেউ প্রতারনা করতে পারবে না। সর্বদা সতর্ক থাকতে হবে।
৩। এগুলো যেহেতু ব্যাংক দ্বারা পরিচালিত তাই সে সমস্যা মনে হয় হবে না।