প্রশ্ন : আসসালামু আলাইকুম আমি জানতে চাই যে, ইমাম যখন সুরা ফাতেহা বা অন্য যে কোনো সুরা পাঠ করেন তখন মুসল্লীগন কী সাথে সাথে সুরা পড়তে পারবে?
উত্তর :ওয়া আলাইকুমুস সালাম
ইমামের পিছনে মুক্তাদীর কোন কিরাআত নেই, চাই তা যে ওয়াক্তেই হোক না কেন, যে রাকাআতেই হোক না কেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন-
من كان له إمام ، فقراءة الامام له قراءة
অর্থঃ যার ইমাম রয়েছে তার ইমামের কিরাআতই তার জন্য যথেষ্ট।–সুনানে ইবনে মাজাহ, হাদীস নং ৮৫০; সুনানে আবূ দাউদ, হাদীস নং ৮২৬