প্রশ্ন : মুহতারাম, একটা বিষয় নিয়ে খুবই দুঃশ্চিন্তায় আছি। আমি হুরমতে মুছাহারা সম্পর্কে জানি, একদিন আমি আমার আম্মুর সাথে বসে ছিলাম, অনিচ্ছা স্বত্তেও আমার মনে কিছু অশ্লিল চিন্তা বারবার আসছিলো, আমার লিঙ্গে কিছুটা শিহরণ সৃষ্টি হয়েছিল কিন্তু নিস্তেজ অবস্থায় ছিল, আর নিস্তেজ অবস্থায় হালকা বড় হয়েছিল বোধহয় এমন সময় আমার পায়ের গোড়ালির সাথে অজ্ঞাতসারে আম্মুর পা স্পর্শ লাগে এবং সাথে সাথে আবার আলাদা হয়ে যায়, এমন অবস্থায় কি হুরমাতে মুছাহারাত সাব্যস্ত হবে? দয়া করে উত্তর দিবেন।
উত্তর :না, প্রশ্নের বর্ণনা অনুযায়ী হুরমাতে মুছাহারাহ সাব্যস্ত হয়নি। কাজেই পেরেশানির কিছুই নেই।- রদ্দুল মুহতার ৩/৩৬; এলাউস সুনান-১১/১৩১,১৩২; আদ্দুররুল মুখতার ৩/৩১; আল বাহরুর রায়েক ৩/২৫২,২৫৩