প্রশ্ন : স্বামী মারা যাওয়ার পর ৪০ দিন পর্যন্ত সাদা পোশাক বা সাদা সাড়ি পরা কি ইসলাম সম্মত

উত্তর :

স্বামী মারা যাওয়ার পর চার মাস দশ দিন পর্যন্ত স্ত্রীর জন্য সাজসজ্জা গ্রহণ করা হারাম।এমতাবস্থায় সাদা কাপড় পরিধান করা জরুরী নয়।বরং আকর্ষণীয় ও চটকদার রঙ্গিন কাপড় পরিধান করা থেকে বিরত থাকবে।অবশ্য যে রঙের মধ্যে চমক নেই তা পরিধান করতে সমস্যা নেই ।

Loading