প্রশ্ন : আসসালামু আলাইকুম সম্মানিত ওস্তাদ,আমার প্রশ্নটি হলো,১. নাপাক অবস্থায় নামায পড়লে কি ঈমান চলে যাবে? ২. হারাম টাকায় কাপড় কিনলে সে কাপড় দিয়ে তো নামায হবে না! তো সেই কাপড় কি করবে?
উত্তর :ওয়া আলাইকিমুস সালাম
১। ভুলবশত নাপাক অবস্থায় (অর্থাৎ উযূ ছাড়া) নামায পড়ে ফেললে কোন গুনাহ হবে না। তবে ইচ্ছাকৃতভাবে নাপাক অবস্থায় নামায পড়া মারাত্মক গুনাহের কাজ। সতর্ক থাকা কর্তব্য। তবে এর দ্বারা কাফের হবে না। কেউ এমনটি করলে খালেছভাবে তাওবা ও ইস্তেগফার করে নিবে এবং উক্ত নামায পুনরায় আদায় করে নিবে।
২। হারাম সম্পদের (যেমন কেউ কারো কাছ থেকে সুদ নিল বা কারো জিনিস চুরি করল অথবা অন্যায়ভাবে কারো সম্পদ আত্মসাৎ করল) বিধান হল তা মালিকের নিকট পৌঁছে দেয়া। মালিককে পাওয়া না গেলে তার ওয়ারিশদেরকে ফিরিয়ে দেয়া। আর যদি মালিক বা তার কোন ওয়ারিশ পাওয়া না যায় তবে মালিককে ছাওয়াব পৌঁছানোর নিয়তে গরীবদেরকে সদকাহ করে দিবে।
সূত্রসমূহঃ সূরা মায়েদা, আয়াত নং ৬; সুনানে ইবনে মাজাহ, হাদীস নং ২০৪৩; আদ্দুররুল মুখতার ১/১৮৫; রদ্দুল মুতার ৯/৫৫৪; আল-বাহরুর রায়েক ৮/৩৬৯