প্রশ্ন : আমার নানা মারা যাওয়ার পর, নানার পেনশনের টাকা নানি পান। আমার প্রশ্ন হচ্ছে, এই পেনশনের টাকার মধ্যে তার সন্তানরা ভাগ পাবে কিনা?
উত্তর :এক্ষেত্রে সরকারের নীতিমালাই চূড়ান্ত। আর আমাদের জানামতে ব্যক্তির মৃত্যুর পর সরকারী নীতিমালা অনুযায়ী তার স্ত্রীই পেনশনের একক অধিকারী। যদি বিষয়টি এমনিই হয়ে থাকে তাহলে সন্তানরা তাতে কোন অংশ পাবেন না। তবে সন্তানদের বিশেষ বিবেচনায় সরকার নিজেই যদি তাদের নামে কিছু অংশ ইস্যু বা নির্ধারণ করে তবে তাতে কোন সমস্যা নেই।-আল-বাহরুর রায়েক ৯/৩৬৪; তাবয়ীনুল হাকায়েক ৭/৪৭১; রদ্দুল মুহতার ১০/৪৮৯; ফাতাওয়া তাতারখানিয়া ২০/২১৫; আল-আশবাহ ওয়ান নাযায়ের পৃঃ নং ৩০০