প্রশ্ন : এখন অনলাইনে অনেকেই ব্যবসা করছেন। তবে আমার প্রশ্ন হল, অনলাইনে live করার জন্য আমরা যেভাবে মেয়েদের দিয়ে presentation করাই অর্থাৎ বেপর্দা হয়ে,এতে করে ব্যবসায়ীর কি হালাল রুজি উপার্জন করতে হচ্ছে? [note: ব্যবসায়ী নিজে লাইভ না করে]
উত্তর :মেয়েদের দিয়ে লাইভ প্রেজেন্টেশন করানো মারাত্মক গুনাহের কাজ। যিনি এরূপ কাজ করাচ্ছেন আর যিনি করছেন উভয়ই কবীরা গুনাহের ভাগিদার হবেন। অবিলম্বে এহেন কাজ থেকে তাওবা করে ফিরে আসা কর্তব্য। তবে ব্যবসার পন্য যদি হালাল হয় তাহলে ব্যবসায়ীর উপার্জন বৈধ হবে।-সূরা আহযাব, আয়াত নং ৩৩; সুনানে তিরমিযী, হাদীস নং ১১৭৩; রদ্দুল মুহতার ২/৯৭; আল-বাহরুর রায়েক ১/৪৭০