প্রশ্ন : আসসালামু আলাইকুম, ১। আমি এবার SSC পরীক্ষা দিয়েছি। আমি class -৮ থেকে নামাজ পড়ছি (বালেগ হওয়ায়) ঠিক। কিন্তু মাঝে মাঝে নামাজ আদায় করিনি। এইভাবে ক্লাস -১০ পর্যন্ত আমি অনেক নামাজ পড়িনি। তো এখন আমি আল্লাহর রহমতে সব নামাজ পড়ছি। কিন্তু আগের প্রায় ৩ বছরের কিছু কিছু করে আদায় না হওয়ায় অনেক নামাজ কাযা হয়ে গেছে। সেগুলো কিভাবে আদায় করব এবং নিয়ত টা নির্দিষ্ট করে বলবেন আশা করি। ২। আমি যখন বালেগ হই নাই তখন যদি নামাজ না পড়ি তাহলে কি গুনাহ হবে? ৩। আলেম-ওলামাদের ছোহবতে থাকার মানে কি? কিভাবে ছোহবতে থাকা যায়? ৪। কৌতুহলের জন্য জানতে চাই যে, বিশ্বনবি ও সাহাবারা কিভাবে ফজর নামাজ বা রাত্রে ইবাদতের জন্য উঠতে পারতেন। আমি তো বিশেষ করে Alarm ছাড়া উঠতে পারি না। তো কিভাবে? আপনি আমাকে ক্ষমা করে দিবেন। হয়তোবা বেশি প্রশ্ন করে ফেলেছি।
উত্তর :ওয়া আলাইকুমুস সালাম
১। নিম্নোক্ত লিঙ্কের ২ নং উত্তরে আপনি আপনার উত্তর পেয়ে যাবেন ইংশাআল্লাহ-
http://muftihusain.com/ask-me-details/?poId=2663
২। না।
৩। তাদের নিকট আসা যাওয়া করা। তাদের কাছে সময় দেওয়া। কোন আল্লাহ ওয়ালার সাথে ইসলাহী সম্পর্ক কায়েম করা। অর্থাৎ তার নিকট অন্তরের রোগগুলো বলে চিকিৎসা করিয়ে নেওয়া।
৪। আপনি প্রথমে অ্যালার্ম দিয়েই উঠুন। কিছুদিনের মধ্যেই আপনারও অভ্যাস হয়ে যাবে ইংশাআল্লাহ।