প্রশ্ন : আসসালামু আলাইকুম। আমার এক বন্ধু তার শ্বাশুড়ির সাথে শারীরিক মেলামেশার উদ্দেশ্যে তার স্ত্রীর অনুপস্থিতিতে তার শ্বাশুড়িকে একরাতে উত্ত্যক্ত করার চেষ্টা করে। কিন্তু কিছুক্ষন চেষ্টার পর সে ব্যর্থ হয়। কয়েকদিন পর সে তার শ্বাশুড়ির কাছে ক্ষমা চাইলে সে ক্ষমা করে দেয়। এই বিষয়টি নিয়ে সে এখন অনুতপ্ত। বর্তমানে সে ধর্মীয় সকল রিতিনীতি পালন করে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে। স্ত্রী সন্তান নিয়ে সে এখন ভালো আছে। এমতাবস্থয়, সে কি হুরমাতে মুসাহারা সাব্যস্ত হবে কিনা জানালে উপকৃত হব।
উত্তর :ওয়া আলাইকুমুস সালাম
উত্যক্ত করার সময় শাহওয়াতের সাথে স্পর্শ করেছিল কি?
এটা জানানোর পরেই আপনার প্রশ্নের উত্তর দেওয়া হবে ইংশাআল্লাহ।