প্রশ্ন : যদি কেউ তার বোনের সাথে সফরে গাড়িতে একসাথে এক সিটে বসে এবং তার বোন বোরকা পরা থাকে। যেহেতু উভয়ে গাড়িতে বসা তাই গাড়ির ধাক্কায় উভয়ের মাঝে ধাক্কা লাগে বারবার এতে ভাইয়ের উত্তেজনা উঠে বা ভাইয়ের উত্তজেনা উঠার ক্ষেত্রে সন্দেহ থাকে এই ক্ষেত্রে হুকুম কি? আর এই কারনে কি তাদের মা বাবার মাঝে হুরমতে মুসাহারা সাব্যস্ত হবে?
উত্তর :না, ভাই বোনের মাঝে হুরমাতে মুসাহারা সাব্যস্ত হয় না। এর কারনে মা বাবার বিবাহে কোন প্রভাব ফেলবে না।