প্রশ্ন : আসসালামু আলাইকুম ১। আমার পিতার নাম আব্দুল হালিম, আমার নাম সিয়াম বিন হালিম। এখন হালিমের আগে কি আবদুল বসানো কি বাধ্যতামূলক, নাকি না বসালেও চলবে? কারন আমার একটি ডাক নাম আছে Hridoy। সবাই এই নামে ডাকে। ২। আর নামের জন্য কি চির জাহান্নামে পুড়তে হবে? ধন্যবাদ

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম
১। হ্যাঁ, আব্দুল না বসালেও চলবে।
২। না। তবে হাদীস শরীফে সুন্দর নাম রাখতে বলা হয়েছে।

Loading