প্রশ্ন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ সালাম বাদ মুফতি সাহেবের কাছে আমি জানতে চাচ্ছি যে, যদি কোন ব্যক্তি তাকবীরে তাহরীমার সময় সিনা পর্যন্ত হাত উত্তোলন করে তাহরীমা বাধে তাহলে তার নামায দুরস্ত হবে কি? প্রসঙ্গ আমাদের মসজিদের ইমাম সাহেব বলেছেন সিনা পর্যন্ত হাত উত্তোলন করে যে তাহরীমা বাদে তারা নামায দূরস্ত হবে না। দলীল সহকারে বিস্তারিত আলোচনা করার জন্য অনুরোধ রইল।

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ
না, নামায হবে না এমনটি নয়। নামায তো হয়ে যাবে তবে এটা সুন্নাহ পরিপন্থী। তাকবীরে তাহরীমার সময় উভয় হাত কান বরাবর উঠানো সুন্নাত। হাদীস শরীফে আছে হযরত মালেক বিন হুওয়াইরিছ (রাঃ) বলেন –
أن رسول الله صلى الله عليه وسلم كان إذا كبر رفع يديه حتى يحاذى بهما أذنيه
অর্থঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকবীর (তাহরীমা) বলতেন তখন হাত এতটুকু উঁচু করতেন যে, তা উভয় কান বরাবর হয়ে যেত।–সহীহ মুসিলম, হাদীস নং ৮৯১; সুনানে আবূ দাউদ, হাদীস নং ৭৪৫

Loading