প্রশ্ন : আসসালামু আলাইকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনাকে সুস্থ রাখুক। ১। হুজুর আমার প্রশ্ন হলো, কেউ যদি ভুলে শিরক করে ফেলে তাহলে কি করনীয়? ২। এবং তওবার পরে ওই শিরক না করার ওয়াদা করে, কিন্তু পরে অন্য গুনাহ যেমনঃ জিনা, ব্যভিচার, মিথ্যা বলা গান বাজনা শোনা ইত্যাদি গুনাহের জন্য কি শিরক গন্য হবে? নাকি ওই গুনাহের জন্য আলাদা শাস্তি হবে? যেহেতু তওবা করেছে তাতে জান্নাত প্রবেশ এ চান্স আছে? ধন্যবাদ

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম
১। খালেছভাবে আল্লাহ তাআলার নিকট তাওবা করলে আল্লাহ তাআলা মাফ করে দিবেন ইংশাআল্লাহ।
২। না, এগুলো মূলত শিরক নয়। তবে এগুলো অনেক বড় গুনাহের কাজ। আল্লাহ তাআলা মাফ না করলে এগুলোর জন্য জাহান্নামে দীর্ঘদিন ভয়াবহ শাস্তি ভোগ করতে হবে। তাই এগুলো থেকে দ্রুত তাওবা করে ভবিষ্যতে এগুলো থেকে বিরত থাকা কর্তব্য।

Loading