প্রশ্ন : আসসালামু আলাইকুম, মুহতারাম। আমার প্রশ্ন দুটি ১। শবে বরাতের রোযা কয়টি? ২। বিগত বছরের রমযানের কিছু কাযা রোযা থাকলে তা না রেখে শবে বরাতের নফল রোযা রাখা যাবে কি? জাযাকাল্লাহ খয়রন।
উত্তর :ওয়া আলাইকুমুস সালাম
১। শাবানের ১৩, ১৪, ১৫ তিন দিন রোযা রাখা মুস্তাহাব ও উত্তম। তবে কেউ যদি শুধু শবে বরাতের দিন একটি রোযা রাখে তবে সেও ছাওয়াবের অধিকারী হবে ইংশাআল্লাহ। কেননা প্রথমত এটা আইয়ামে বীযের অন্তর্ভুক্ত, দ্বিতীয়ত শাবান মাসের অন্তর্ভুক্ত। আর হাদীস শরীফে পুরো শাবান মাসই রোযা রাখতে উদ্বুদ্ধ করা হয়েছে।
উল্লেখ্য যে, শবে বরাতের রোযার আলাদা কোন ফযীলাত হাদীস শরীফে বর্ণিত হয়নি। আপনি এ বিষয়ে আরো বিস্তারিত জানতে নিম্নোক্ত লিঙ্ক ভিজিট করতে পারেন-
http://muftihusain.com/article/%e0%a6%b6%e0%a6%ac%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%af%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%95%e0%a6%b2-%e0%a6%86%e0%a6%ae%e0%a6%b2-%e0%a6%95%e0%a6%b0%e0%a6%be-%e0%a6%af%e0%a6%be/
২। হ্যাঁ, রাখা যাবে।