প্রশ্ন : যদি কোন স্ত্রী তার স্বামীর চেয়ে তার বড় বোনের স্বামীকে বেশি প্রধান্য দেয় এবং সবসময় তার সাথে কথা বলে ইসলামে এর বিধান কি? তাদেরে এমন আচরন স্বামী কষ্টপায় কিন্তু স্ত্রীকে বোঝাতে পারে না এখান থেকে পরিত্রানের উপায় কি?

উত্তর :

মহিলাদের জন্য বোনের স্বামীর সাথে দেখা সাক্ষাত ও বিনা প্রয়োজনে কথাবার্তা বলা সম্পূর্ণ নাজায়েয ও হারাম। এ থেকে বিরত থাকা জরুরী। অনুরূপভাবে স্বামীর চেয়ে তাকে প্রাধান্য দেওয়াও সমীচীন নয়। কেননা স্বামীর সন্তুষ্টিতেই স্ত্রীর জান্নাত।
আপনি স্ত্রীকে এ বিষয়ে হেকমতের সাথে বুঝাতে থাকুন। এরপরেও যদি সে দেখা সাক্ষাত ও অপ্রয়োজনীয় কথাবার্তা ছেড়ে না দেয় তবে আপনি এর জন্য শাসন বা নিষেধাজ্ঞা জারি করতে পারেন। বরং তা আপনার করা কর্তব্য।–সূরা নূর, আয়াত নং ৩১; সূরা আহযাব, আয়াত নং ৩২

Loading