প্রশ্ন : কোনো কিছুতে যেমন: বই খাতা, নামাযের টুপি, কোরআন শরিফ এ পা লাগলে যে আমরা বুকে হাত দিয়ে চুমু খেয়ে সালাম করি এইটা কি জায়েয?
উত্তর :হ্যাঁ, জায়েয। আসলে এখানে মূল বিষয় হচ্ছে সন্মানী কোন কিছুর সাথে পা লেগে গেলে অনুতপ্ত হওয়া এবং তার সন্মান প্রদর্শন করা। আমাদের উরূফে (প্রচলনে) বই খাতা ইত্যাদি সন্মানী কিছুতে পা লেগে গেলে তা সরাসরি বা হাতের মাধ্যমে চুমু খাওয়া হয়। এর মাধ্যমেই তার অনুতপ্ত হওয়া এবং সম্মান করা প্রদর্শিত হয়। তাই এতে কোন সমস্যা নেই। বিশেষ করে কুরআন শরীফে পা লেগে গেলে তাতে চুমু খাওয়া উচিত।