প্রশ্ন : নিচ তলায় কারখানা। দ্বিতীয়তলা থেকে মসজিদ শুরু। উপরের দিকে যতটা প্রয়োজন মসজিদের। বর্তমানে দ্বিতীয় ও তৃতীয় তলায় মসজিদের নামাজ আদায় হয়। দ্বিতীয় তলার কাজ সম্পন্ন না হওয়ায় তৃতীয় তলায় নামাজ আদায় করা হয়। এখন যদি মুসল্লী বেশী হওয়ার কারণে দ্বিতীয় তলায়ও মুসল্লী দাড়ায় সেক্ষেত্রে নামাজ আদায় হবে কিনা? উল্লেখ্য যে, ইমাম সাহেব দ্বিতীয় তলায় দাড়িয়ে নামায পড়াবেন। অর্থাৎ, ইমাম সাহেব উপরের তলায় আর মুসল্লীগণ নীচ তলায় দাড়ালে নামাজ আদায় হবে কিনা?

উত্তর :

হ্যাঁ, নামায আদায় হয়ে যাবে।–ফাতাওয়া হিন্দিয়া ১/৮৮; তাতারখানিয়া ১/৬১৬

Loading