প্রশ্ন : আমি ইতিকাফে বসছি.. আমি আমলের পাশাপাশি মাঝে মধ্যে মোবাইল ফোনে ভিডিও গজল দেখি এবং ইসলামী আলোচনা দেখি এবং ইন্টারনেট ব্যবহার করছি, আমার কি ইতিকাফ সহীহ হচ্ছে?
উত্তর :প্রিয় দ্বীনী ভাই যথাসময়ে উত্তর না দিতে পারায় আন্তরিক ভাবে দুঃখিত।
হ্যাঁ, ইতিকাফ তো আদায় হয়ে গিয়েছে। তবে ডিজিটাল ভিডিও উপমহাদেশের অধিকাংশ উলামায়ে কেরাম এখনো নাজায়েয বলেন। তাই এগুলো দেখা থেকে বিরত থাকা উচিত। বিশেষ করে ইতিকাফরত অবস্থায় এগুলো থেকে বিরত থাকা কর্তব্য। তবে হক্কানী উলামায়ে কেরামের অডিও ওয়াজ নসীহাত বা তিলাওয়াত ইত্যাদি শুনতে অসুবিধা নেই।