প্রশ্ন : আসসালামু আলাইকুম। ইউনিলিভার কোম্পানী তাদের প্রতিনিধি হতে বিভিন্ন কসমেটিকস ক্রয় করলে অফার দেয় যে, সাথে ফ্লেক্সিলোড ফ্রি দেওয়া হবে। প্রতিনিধিরা এই সুযোগে কোম্পানীর দেয়া ফ্রি ফ্লেক্সিলোড কাস্টমারকে না দিয়ে তারা নিজেদের, আত্মীয় ও কাছের লোকদেরকে দিয়ে দেয়। আমার পরিচিত এক প্রতিনিধির সাথে দেখা হলে সে আমাকে বলে আপনার নাম্বারটি বলুন। আমি মনে করেছি এমনিতেই সে নাম্বার চাচ্ছে। কিন্তু সে যে আমাকে টাকা পাঠাবে আমি আগে না বুঝে তাকে নাম্বার বলার সাথে সাথে সেও আমাকে কোম্পানীর অফারের টাকা হতে 30 টাকা ফ্লেক্সিলোড পাঠিয়ে দেয়। সৌজন্যতার খাতিরে আমাকে টাকা পাঠালো। আমি জিজ্ঞাসা করলে বলে কোম্পানীর টাকা, অসুবিধা কি? আমার প্রশ্ন হলো। (1) এই 30 টাকার হকদার কে? (2) আমার নাম্বারে এই টাকা আসায় আমি কি করব? (3) ভুলে আমার নাম্বারে কেউ টাকা পাঠিয়ে ফোন না দিলে আমি কি করব?

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম
ফ্লেক্সিলোড কাস্টমারকে না দিয়ে নিজেদের আত্মীয় ও কাছের লোকদেরকে দিয়ে দেয় কে? দোকানদার নাকি কোম্পানির প্রতিনিধি? বিষয়টি কি এমন যে, কোম্পানির প্রতিনিধি তাদের গ্রাহক তথা দোকানদারদেরকে ফ্লেক্সিলোড না দিয়ে নিজেরা ভোগ করে? এগুলো জানানোর পরেই আপনার উত্তর দেওয়া হবে ইংশাআল্লাহ।

Loading