প্রশ্ন : আসসসালামু আলাইকুম, আমি হাদীস ও কুরআনের বিষয়ে বেশ কম জ্ঞানের অধিকারী। কুরআন মোটামুটি দেখে পড়তে পারি। হাদীসের ব্যাপারে আরো পিছিয়ে। কুরআন ও হাদীসের জ্ঞানার্জন ফরজ। বাংলা আর ইংরেজির পিছে ছুটতে ছুটতে আসলটাই হাত ছাড়া করতে বসেছি। ১। এ মূহুর্তে কুরআনের তাফসীর হিসেবে নতুনদের জন্য কোন কপিটা আমার জন্য উপযুক্ত হবে? ২। হাদীসের ক্ষেত্রে কোনটা দিয়ে বা কিভাবে আগে শরু করলে উপকৃত হতে পারব, ইংশাআল্লাহ? সুযোগ হলে একটু বিস্তারিত জানালে উপকৃত হব।

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম
১। প্রাথমিকভাবে মুফতী তাকী উসমানী সাহেবের তাওজীহুল কুরআন দেখতে পারেন। পাশাপাশি মুফতী মুহাম্মাদ শফী (রহঃ) এর মাআরিফুল কুরআন দেখতে পারেন।
২। আর হাদীস একা একা অধ্যয়নের ক্ষেত্রে খুবই সতর্কতা অবলম্বন করা জরুরী। জনসাধারণের জন্য মাসায়েলের হাদীস একা একা পড়া নিষেধ। হ্যাঁ, ফাযায়েলের হাদীস পড়া যেতে পারে। তাও আবার কোথাও খটকা লাগলে বা না বুঝলে উলামায়ে কেরামের শরণাপন্ন হতে হবে। আপনি ইমাম নববী (রহঃ) এর “রিয়াজুস সালেহীন” নামক কিতাবটি দেখতে পারেন। শায়েখ যাকারিয়া (রহঃ) এর “ফাযায়েলে আমাল” নামক কিতাবটি দেখতে পারেন।

Loading