প্রশ্ন : আসসালামু আলাইকুম, হুজুর। বীর্য, মনী ও মযি মানে কি? মযী বের হলে কি গোসল ফরজ হয়? জাযাকাল্লাহ খয়রন।
উত্তর :ওয়া আলাইকুমুস সালাম
মনী (আরবী শব্দ) অর্থ বীর্য। পুরুষাঙ্গ থেকে শাহওয়াত ও মজার সাথে সবেগে সাদা যে পানি বের হয় তাকে বীর্য বলে। এটা একটু গাড় হয়। এটা বের হলে গোসল বের হয়।
স্বামী স্ত্রীর আনন্দ ফুর্তির সময় বীর্যের পূর্বে পানির ন্যায় পিচ্ছিল যে পানি আসে তাকে মযী বলে। এটা বের হলে গোসল করতে হয় না বরং শুধুমাত্র উযূ করতে হয়।–রদ্দুল মুহতার ১/১৬৫; মারাকীল ফালাহ, পৃষ্ঠা নং ১০০