প্রশ্ন : আসসালামু আলাইকুম ১। বিবাহিত কেউ যদি কুফরী বা শিরক করে ঈমান চলে যায়, তাহলে কি বিবাহ ভেঙ্গে যাবে? যদি তাওবা করে ফিরে আসে ২। কেউ যদি কুফর বা শিরক এর সন্ধেহর মধ্যে পড়ে যায়, কুফর হইছে কি হয় নাই, যদি কুফরীর কারনে ঈমান চলে যায়, যদি বিবাহ ভেঙ্গে যায়, সব মিলিয়ে পেরেশানির মধ্যে ডুবে থাকে, তাহলে কি সন্ধেহ পেরেশানি দুর করার জন্য তাওবা করে বিবাহ দোহরাবে? ৩। কুফরীর সন্ধহের কারনে যদি তাওবা করে, আর আল্লাহর কাছে কুফরী স্বীকার করে ক্ষমা চায়, তাহলে কুফরি যদি আগে নাও হয়ে থাকে, তাহলে আল্লাহর কাছে স্বীকার করাতে সমস্যা হবে?

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম

১+২। এভাবে গড়ে প্রশ্ন না করে কে কি বলেছে তা স্পষ্ট করে লিখে প্রশ্ন করুন।

উল্লেখ্য যে, সকল কুফরী কথার দ্বারাই মানুষ কাফের হয়ে যায় না। তবে যে কথার দ্বারা কাফের হয়ে যার তার দ্বারা বিবাহও ভেঙ্গে যায়।–সহীহুল বুখারী, হাদীস নং ৩২; ফাতাওয়া হিন্দিয়া ২/২৮৩

৩। না, সমস্যা হবে না।

Loading