প্রশ্ন : আসসালামু আলাইকুম, আমি একটি বিষয় নিয়ে খুবই চিন্তিত। বিষয়টি হলো- খেলাফত নেয়ার জন্য শায়েখের প্রয়োজন হয় এবং তিনি এজাজত দিলে সে খলীফা হয়। ইমাম মাহদী আঃ এর কি কোন শায়েখ থাকবেন? এনিয়ে অনেকে পীর-মুরীদিকে হেয় চোখে দেখেন, যেহেতু ইমাম মাহদী আঃ ক্ষেত্রে এমনটি হবে না।
উত্তর :ওয়া আলাইকুমুস সালাম
নবীদের যেমনিভাবে আত্মশুদ্ধির জন্য কোন মানুষের দারস্থ হতে হয় না তেমনিভাবে ইমাম মাহদী আলাইহিস সালামেরও কারো দারস্থ হতে হবে না। তাকেও আল্লাহ তাআলা নিজে হিদায়াত দিয়ে দিবেন। অন্যান্য সকল মানুষ এর ব্যতিক্রম। তাদের আত্মশুদ্ধির জন্য আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক রাখা জরুরী। যার জন্য স্বয়ং আল্লাহ তাআলা মুমিনদেরকে আল্লাহ ওয়ালাদের সোহবতে থাকার আদেশ করেছেন।(দেখুন সূরা তাওবা, আয়াত নং ১১৯)
এ ব্যাপারে আরো জানতে আপনি নিম্নোক্ত লিঙ্কের ৯ নং উত্তরটি দেখতে পারেন-
http://muftihusain.com/ask-me-details/?poId=579