প্রশ্ন : আসসালামু আলাইকুম। জনাব, আমাকে নিচের বিষয়গুলোর সমাধান দিলে উপকৃত হব। ১। মহিলারা কতদিন পরপর গুপ্তাংগের কেশ পরিষ্কার করবে? ২। যে বাথরুমে পায়খানা ও গোসলের ব্যবস্থা একসাথে সেখানে ক) অজুর সময় বিসমিল্লাহির রাহমানির রাহীম পড়া যাবে কি? খ) গোসল খানার অংশে পেশাব করা যাবে কি? গ) অপবিত্রতার আশংকায় উচু কমোডে দাঁড়িয়ে পেশাব করা যাবে কি?
উত্তর :ওয়া আলাইকুমুস সালাম
১। চল্লিশ দিন পর্যন্ত না কেটে রেখে দেওয়া জায়েয নয়। চল্লিশ দিনের পূর্বেই কেটে ফেলা জরুরী। এক্ষেত্রে পুরুষ মহিলা সবার জন্যই একই হুকুম।- ফাতাওয়া হিন্দিয়া ৫/৩৬৮; ফাতওয়ায়ে দারুল উলূম দেওবন্দ ৪/৫০
২। (ক) না, ভিতরে পড়া যাবে না।- সুনানে তিরমিজী, হাদীস নং ১৭৪৬
(খ) হাদীস শরীফে গোসল খানায় পেশাব করে অতঃপর গোসল করতে নিষেধ করা হয়েছে। কেননা এর দ্বারাই ওয়াসওয়াসা তৈরি হয়।–সুনানে আবূ দাউদ, হাদীস নং ২৭
(গ) নিম্নোক্ত লিঙ্কে আপনি এ ব্যাপারে জানতে পারবেন-
http://muftihusain.com/ask-me-details/?poId=653